দোয়েল কোয়েল ময়না নাচে দেখতে লাগে বেশ,
স্বপন ভরা বাংলা মায়ের নেইকো রূপের শেষ।
মাঠে মাঠে সোনার ফসল মুগ্ধ করে প্রাণ,
বাংলা মায়ের শীতল ছায়ায় সোঁদা মাটির ঘ্রাণ।
কাস্তে হাতে চাষির ভায়ের মুখে খুশির গান ,
সুখের পশরা তুলবে ঘরে সোনার বরণ ধান।
বাংলা আমার রূপের রাণি যেদিকে চোখ যায়,
ফলে ফুলে ভরা শাখে পাখপাখালি গায়।
নদীমাতৃক বাংলা আমার রূপ যে অতুল হয়,
সকাল সাঁঝে উলুধ্বনি ,আযান রবে জয়।
একতারা ওই লয়ে বাউল মেঠোপথে ধায়,
রূপসী যে বাংলা আমার থাকি চরণ ছায়।