ধান সিঁড়ি নদী তীরে প্রকৃতির
রূপে মুগ্ধতায় কবি,
চিত্ত পটে কল্পনার তুলি দিয়ে
এঁকে নিতে কত ছবি।
রূপসার জলে বুনো হাঁসে মিলে
কলমীর আড়ে খুঁজে,
শামুক গুগলি মনসুখে খায়
খুশিতে দু’চোখ বুজে।
ভোরের কাকে বা শঙ্খচিলে দেখে
আকাশেতে যেতে উড়ে,
ইচ্ছেটা জন্মান্তরে আসবে ফিরে
নতুন রূপেতে ঘুরে।
বনলতার রূপে মুগ্ধ কবি মনে
অরূপ কাব্যের মাঝে,
সৃজিলে কবিতা যে জীবনানন্দ
কাব্য অলঙ্কারে সাজে।
প্রকৃতি প্রেমিক মরমীয়া কবি
অমর লিখনী দিয়ে,
কালবেলা বনলতা মাধুরীতে
আবেশে জুড়ায় হিয়ে।
ধূসর পান্ডুলিপি, ঝরাপালক
সৃজন মহিমা লয়ে,
যশের পালক দিলো তোমা আনি
নিপুণ সৃষ্টির জয়ে।
বিদিশা শ্রাবস্তী বেহুলা ঘুঙুরে
তোমার কাব্যের মাঝে,
ললিত ছন্দে যে গুঞ্জরিত হয়ে
বাংলার হৃদয়ে বাজে।