রজনীকান্তের রজত রোশনিতে
রাতে রজনীগন্ধা রূপোলী ,
রবির রক্তাভ রঙিন রশ্মিতে
রাধাপদ্ম রুধির রাতুল ।
রত্নখচিত রত্নাভরণে
রূপসী রহস্যময়ী রাতদিন,-
রক্তাম্বর, রক্তচন্দন রসসিন্দুরে
রোমাঞ্চিত রংমহল রঙিন ।
[ শব্দার্থঃ- রজনীকান্ত-চন্দ্র, রজত-শুভ্র, রাধাপদ্ম-সূর্যমুখী ফুল ]