তুমি এলে নিশুতি রাতের বুকে শব্দ হয়! ঝরা পাতার ফিসফাস মর্মকথা বুকে জড়িয়ে নিতেই সবটুকুই কবিতা হয়ে যায়,কান্না হাসির শব্দ নিয়ে। চাঁদের হাসি, ফুলেদের হাসি ঝরে পড়ে আমার বন্ধ ঘরের উঠোন বেয়ে।
তুমি এলে আমার সাদা পাতায় কবিতারা অনর্গল কথা বলতে থাকে হেলে দুলে, তুমি ব্যস্ততার ভান করলেই, আনমনে কথা গুলো ভিজে যায় ভেজা সোঁদা মাটির গন্ধে!
তুমি এলেই জোনাকি মাখা অন্ধকারে টুপটাপ জ্যোৎস্না ঝরে পড়ে সবুজ পাতায়। কবিতার শব্দগুলো অদ্ভুত ভাবে সুর তোলে ভোরের ভৈরবী, রাতের ইমন রাগে।
যদি বলি, তোমায় কবিতাতেই ছুঁই,কবিতাতেই ভালোবাসি! আমার না বলা কথাগুলো তোমাকেই
বলি অনায়াসে!
শব্দ গুলো অক্টোপাসের মতো বুকে জড়িয়ে ধরে। তোমার গরম শ্বাস আমার কায়া জুড়ে মোমের মতো গলতে থাকে,বন্ধ ঘরের ভেজানো কপাটে!
এইটুকুর জন্য জেগে ছিলাম বহু যুগ, কতো বছর, অনেক রাত ঘুমহীন চোখে। সেই যদি তুমি এলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে! এলেই যখন নিয়ে চলো আমায় অচেনা কোন এক দেশে রূপকথার আনাচে কানাচ!
রূপকথারা আসলে চুপকথা, যা আকাশের বুকে মেঘ হয়ে, বুকের মধ্যিখানে অপেক্ষার প্রহর গোনে!!