অনন্ত ঘুম নেমে আসে চোখের পাতায়
মায়াবী চোখে ভীড় করে আছে স্বপ্ন
তৃষ্ণায় জমে আছে দীর্ঘ কালীন খরা
টুপটাপ ঝরে পড়ে বেদনা কুয়াশা ভরা।
অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে মেঘবালিকা
একদা সবুজ বনানী প্রান্তরে খাঁ খাঁ মরুভূমি
জল চাই জল বলে কেঁদে উঠে হাহাকার
সঞ্চিত সম্ভারে আর কতদিন?মেঘ আশঙ্কার।
ঠিকানা খুঁজে চলে দিগন্ত ছাড়িয়ে
রিমঝিম শ্রাবনে ঢলে পড়ুক পূর্ণতার সোহাগ
অনুরাগের মখমলী তেপান্তর সাজায় রূপকথা
স্বপ্নের নীল আঁচল জুড়ে ভালোবাসার কাব্যকথা ।