মধ্য দুপুর নিঝুম হলে ভেসে আসে
মর্মর ধ্বনি
ফুলের গন্ধের মতো সুবাসে
ঘনিয়ে আসে নিদাঘ মুহূর্ত
অদৃশ্য আড়াল ভেঙে ভেঙে উদাস দুপুর
ছুটে যায় ক্রমশঃ বিকেলের দিকে
আর এই বিকেল থেকে ফুরিয়ে আসা রোদে
ধুলোমাখা গোধুলি আঁকে
আবার এই গোধুলির রঙ নিয়ে
সূর্য্যাস্ত আঁকতে আঁকতে অন্ধকার মুড়িয়ে
সন্ধ্যে বেলাকার রাত ঘনিয়ে আসে
ঝিঁ ঝিঁ আর জোনাকির ডাকে
ও দরজায় আঁচড় কেটে ঘুম চোখে
চুপচাপ ফিরে যায় স্বপ্নের দেশে
দু’চোখে জমতে থাকে অপার স্মৃতিচিহ্ন
ভোর রাতে জেগে ওঠে রূপকথার নদী ।