হেমন্তের শিশির ভেজা বাগে
ফুটেছে অসংখ্য গোলাপ,
নানান রঙে সেজেছে অরণ্য
নিদারুণ প্রাকৃতিক আলাপ।
মহাজাগতিক একবিন্দু আলোক রশ্মি
সুদীর্ঘ যাত্রা শেষে,
অচেনা জটিল ঠিকানা খুঁজে
পড়ন্ত গোধূলিতে মেশে।
বসেছে উদাসী হেমন্তের বিকালে
যেথা গোলাপের ডালি ,
উজাড় করেছে শীতল সৌরভ
হাতে নিয়ে রঙ-তুলি।
এঁকেছে হেমন্তের নিঃশব্দ আকাশ
স্মৃতি থেকে ভেসে,
অনন্ত রাত্রির লাবণ্যে বিলীন
পৃথিবীর রিক্ততায় হেসে।
দিগন্ত জোড়া নীলিমা ছড়িয়ে
তৃষিত বেদনার নিলে,
গোপন অনলে পোড়ে পৃথিবী
স্বপ্নীল হেমন্তের অতলে।