রিক্তা তুমি কি আগুন হবে?
দীপ্তি ছড়াবে আঁধার মাঝে!
মাতঙ্গিনীর ইতিহাস পড়ে
শান্ত থাকা কি তোমার সাজে?
রিক্তা তুমি কি অম্বু হবে?
জুড়িয়ে দেবে সকল জ্বালা!
দেশমাতার ঐ শিরোধি মাঝে
পরিয়ে দেবে বিজয়মালা।
রিক্তা তুমি নয় অনিল হয়ো
উড়িয়ে দিয়ো যা কিছু কালো
লক্ষ্মীবাঈয়ের ঘোড়ায় চেপে
দেশের জন্য কোরো ভালো।
রিক্তা তুমি তো স্বয়ংসিদ্ধা
ভারতবর্ষের সাহসী মেয়ে।
প্রীতিলতার অমোঘ লড়াই
না হয় একটু উঠলে গেয়ে?
রিক্তা, তুমি স্বপ্ন হয়ো
অভাগা দেশের উত্তরণের।
সফল করো সাধনা সবার
নেতাজী সুভাষ ভগৎ সিং এর।
রিক্তা তোমার চোখের জলে
ধুইয়ে দিও মলিন ধরা,
এ দেশ তোমার এ দেশ আমার
ধনধান্যে পুষ্পে ভরা।
রিক্তা তুমি আকাশ হবে?
তীব্র হোক সে বজ্র নিনাদ
গান্ধীজির সেই সত্যাগ্রহেই
মিটিয়ে দিও সকল বিবাদ।
রিক্তা তুমিই ভারত লক্ষ্মী!
তোমার দেহে ত্রিরঙার সজ্জা
ভারতমাতার ত্রিশুল নিয়ে
দূর করো গো ভারতের লজ্জা।।