জ্যোতিষচর্চা জ্যোতিষচর্চা
তারাই গোনা যত –
অমুক যোগে তমুক দশা
গুনছি আমার মত!
সকালবেলা খবর কাগজ
যেই না ঘরে আসে
দিনটা আমার কেমন যাবে
জ্যোতিষ দেখি আশে!
আজ সকালের রাশিফলে
দেখি উচ্চকর্ম লাভে
আনন্দে তাই পুলক জাগে
না জানি কী কাজ হবে!
বেলা গড়ায় হত্যোদ্যমে
বিকেল যে হয় প্রায়
গিন্নি বলেন -” আসবে সখী!
ফ্যান না মুছলে নয়! “
” বারান্দায় মইটা আছে
একটু সেটা নিয়ে
বসার ঘরের ফ্যানটা ওগো
দাওনা, মুছে ধুয়ে! “
ফললো বটে অমোঘ বাণী
অক্ষরে অক্ষরে
মইতে উঁচু উঠেই বটে
ফ্যান মুছছি ঘরে ঘরে!