আচ্ছা ধর একদিন খুব ভোরের বেলা ,
পিওন নিয়েছে ছুটি ,
ফুরিয়েছে ডাক টিকিট ,
যদি রানার সাজি আমি ?
মাথার ভিতর জটপাকানো,
নানান রকম কথা ,
অস্ফূট,আকূলতা |
ছুটেছে রানার ,
গন্তব্য শুধু তুই ……
একদিন খুব ভোরের বেলা ,
তোর স্বপ্ন জুড়ে আমি ,
ভুলে সব মনকষাকষি ,
সোহাগ বানভাসি |
একদিন খুব ভোরের বেলা ,
ঘুচুক অভিমান ,আর
অনুযোগের প্রাচীর |
বিদায়বেলায় রঙের খেলায় ,
রাঙিয়ে রাঙা সিঁথি ,
শঙ্খধ্বনি আর উলুর সুরে
মাভৈ রানার দিচ্ছে আঁধার পাড়ী|