রাধে নিকুঞ্জ বনে
ড্যাডাং ড্যাডাং ড্যাং।
মশার পিঠে হাতি শঙ্ ।
খোলসা ,পুঁটি, চ্যাং ,
ঢোলক বাজায় ব্যাঙ।
কপালে চন্দনের রঙ।
ঘড়ি তে বাজে ঢংঢং ।
বাজনদারে রা যেন সঙ
রাই কিশোরীর রঙ ঢঙ।
লাল চেলি তে রাধা
মনে কৃষন সাধা ।
টুসটুসে লাল ঠোঁটে
রাই যে চলে ঠাঁটে ।
ঈশারা খেলে চোখে
প্রেমের কাজল মেখে।
কৃষ্ণ বেগে ধায়
তমাল মেঘে ছায় ।
রাইএর বসন খসে
কৃষ্ণ ধরে ত্রাসে ।
আয়ান আসে ছুটে
রাই আড়ালে ছোটে ।
ভাবের খেলায় মেতে
কৃষ্ণ বাঁশি সাধে।
মত্ত তাতে রাধে
প্রেম সাগরে ভাসে।
দুঁহু তনু আজ হল এক
নিকুঞ্জ বনে খুঁজে দেখ।
হেরয়ে নয়ন ভরি
রাধা কৃষ্ণ যুগল মাধুরী।