রাত ভোর আগুন জ্বেলে
শীত তাড়াস তোরা মানুষ,
রাত ভোর উপোসে তবু কাঁপিস।
আগুন পারে দারুণ শীত
জাগিয়ে দিতে গানের পাখী
এক থালা গরম ভাত হাজার ফুল ফোটায়,
তোরা শুধুই খুঁজিস
শীতের গরম জামা
সারারাত।
আগুন তোদের করবে রাজা।
রাত ভোর আগুন জ্বেলে
শীত তাড়াস তোরা মানুষ,
রাত ভোর উপোসে তবু কাঁপিস।
আগুন পারে দারুণ শীত
জাগিয়ে দিতে গানের পাখী
এক থালা গরম ভাত হাজার ফুল ফোটায়,
তোরা শুধুই খুঁজিস
শীতের গরম জামা
সারারাত।
আগুন তোদের করবে রাজা।