নিকষ কালো রাত। কালো আকাশে ঝক ঝক করে জ্বলছে কতো তারা। তোমার কাছে একটা রাত চেয়ে ছিলাম। এমন একটা রাত, যে রাত শেষ হয়েও শেষ হয় না। মেঘলা অচেনা দুপুরও আসে না, সন্ধ্যাও নামে না!
রাতের আকাশে তুমি শুকতারা আমি চাঁদ। তোমার সোহাগে রাতের চাদর সরিয়ে উন্মুক্ত হই কায়া জুড়ে আলো মাখি,হাসতে থাকি। ঘুমহীন রাতের কোলে মাথা রেখে লোরী শুনতে থাকি তবুও রাত শেষ হোক চাই না!
এই নিস্তব্ধ রাতের মেহফিলে তোমায় এমন একটা সুর শোনাতে চাই, সেই সুরের রেশ তোমার মস্তিষ্কের নিউরনে বাজতেই থাকে শেষ হয়েও শেষ হয় না। কেবল তোমার দু চোখের পাতায় ঘুম নেমে আসে। তবুও রাত শেষ হয়ে দিন আসে না!
রাতের অন্ধকারে তোমার ঠোঁটে নীল পদ্ম রাগের ছোঁয়ায় একটা দীর্ঘ চুম্বন এঁকে দিতে চাই, যে চুম্বন শেষ হয়েও শেষ হয় না। কেবল ভালোবাসার আয়ু বাড়তে থাকে। রাত গভীর হয় তাও দিন নেমে আসে না!
হঠাৎ এক রাতে জীবন নেমে এলো চুপি চুপি! কানে কানে এসে বললো, রাত আসবে,দিন যাবে। সব সত্যি আবার সবই মিথ্যা। সত্যি মিথ্যার দূরত্ব মাপা সহজ কথা নয়! সবই আসলে মায়া! যা পেলে তাই বা কম কি! সব পথ ফেলে ভালো বাসার হাত ধরে হেঁটে যাও। বেলাশেষে একদিন পৌঁছে যাবে ঠিক।।