অনেক ভালো কথার ভিড়ে,
আজ একটু অশ্লীল সৃষ্টি হলে মন্দ কি!!
সৃষ্টি তো বরাবর সৃষ্টিই,সন্তান সম কলমকারদের।
মজুত যখন নিশিরাত,বাঁকা চাঁদ….,
মৃদু মন্দ মন ভালো করা হাওয়া,
স্নিগ্ধ সুডৌল দুই সার্চ লাইট,
তার নিচে তৃষ্ণার্থ আমি প্রতিদিন
নামতা পড়ি পাঁচিল ডিঙাতে…!
আজ খেদ নেই কারুর মনে,
নাই বা দূরত্বের কারণে না হলো কাছে আসা!
তবু প্রতিদিনের আদর বাসা গন্ধ গায়ে মেখে,
নাইট ল্যাম্পের মাদকতায় পৃথিবীর মানচিত্র আঁকা
চাদরের নিচে অভ্যস্ত দুই চেনা শরীর
বেমালুম খুলে ফেলে তৃপ্ত হয়,
রাত পোশাকের অন্তিম সূতো।
এভাবেই মেপে নিতে চায় পরস্পরের
ঈশ্বর প্রদত্ত সম্পদের গভীর নির্যাস।
বৃষ্টি বাদল স্নাত নাভীমূল সংলগ্ন পিচ্ছিল পথে সাবধানী পথিক হরকা বানের সম্ভাবনায়,
পা টিপে টিপে পথ চলে…!
অপূর্ণ মনে বাজছে যেন সেই বহুল পরিচিত গান,
“দুধ না খেলে,হবে না ভালো ছেলে..!
লক্ষ্যভ্রষ্ট সমাজ ব্যবস্থা,তবু লক্ষ্য পূরণে সার্থক নর নারীর শরীর বোনে বাবুই পাখির বাসা,
আগামীর উচ্ছাসে পার হয় রাত,
উজাড় করে ঝরে বিন্দু বিন্দু আবেগ,
ভালোবাসার লাভা স্রোতে পুড়ে ছারখার হয় মন!
তবুও তৃপ্তিতে তরতাজা মুখরিত শরীর,
গ্রিন বেড টি চুমুকে ব্যস্ততার নামাবলী গায়ে
শুরু করে আর একটা ফ্রাঙ্কস্টাইন সকাল!