সন্ধেবেলা নতুন কিছু চাই
জোনাক-জ্বলা তপ্ত অভিষেক
রাতপ্রহরে চাঁদের পরিচয়
শিশির ভেজা শীতের ন্যাড়া মেঘ
সন্ধেবেলা নতুন কিছু চাই
অন্ধকারে হতাশ হাঁকডাক
নদীর জলে রঙীন অনুভব
পাহাড় চূড়োয় একটা-দুটো কাক
সন্ধেবেলা নতুন কিছু চাই
হরিৎবর্ণ মাঠের অভিলাস
কুনকে ভরে রইবে অবিচল
শস্যদানা লুকিয়ে নিজ শ্বাস
সন্ধেবেলা নতুন কিছু চাই
দিনযাপনের খেল্লাবাটি নয়
শেষের কদিন রইবে ঊর্দ্ধবাহু
শেষ কটাদিন দিনের অপচয়
সন্ধেবেলা নতুন কিছু চাই
রাতের সাথে যৌথ-সমবায়
সাতসকালে আলোক যন্ত্রণা
সামলে নেব ব্যথার সমন্বয়
সন্ধেবেলা আর কি এমন চাই
জীবন কেবল মৃত্যুমুখি রাতের অন্তরায়