মগধ দেশের রাজা রানীর
গল্প বলি শোনো;
দীর্ঘ জীবন বিবাহিত
সন্তান নেই তো কোনো!
মনের দুঃখে রাজা রানী
ঘুরে বেড়ান বনে;
গাছগাছালি দেখে দেখে
খুশি করেন মনে।
বনের মধ্যে ঋষিবাবা
বসেছিলেন ধ্যানে;
রাজা রানীর দুঃখ শুনে
মন্ত্র দিলেন কানে।
অবাক চোখে রানীমাকে
খেতে দিলেন দুগ্ধ;
রাজার পুত্র কোলের মধ্যে
রাজা রানী মুগ্ধ।।