আলতা পায়ে রাঙা বৌ যায়
কাহারবা দল পালকিটা বায়
হুমনা্ হুমনা্ তানে,
বরাক পাড়ের মেয়ে চলে
শ্বশুরবাড়ির পানে।
নববধূ চারপাশে চায়
অবাক খুশি চোখের পাতায়
বুকে পুলক রাশি,
পালকির তালে নোলক দুলে
মুখে সলাজ হাসি।
চুমকি দেওয়া ওড়না মাথে
মেহেদী ছাপ দুটো হাতে
অলঙ্কারে সাজে,
বেনারসী পরে বধূ
অপরূপা রাজে।
বকুল মালা খোঁপার চুলে
কর্ণে সোনার ঝুমকো দুলে
ঝিকিমিকি করে,
কাজল কালো নয়ন জুড়ে
শরম আছে ভরে।
নামলে বধূ পালকি থেকে
উলুধ্বনির খুশি মেখে
ফূঁ দিলো যেই শাঁখে,
শাশুড়ি মা এয়ো লয়ে
বরণ করে তাকে।