যতেক বাঁধন প্রীতি ঘেরা,
রাখি বন্ধন সবার সেরা।
পবিত্র যে আত্মিক টানে
খুশির ছোঁয়া প্রাণে প্রাণে।
রাখির দিনে আয়োজনে
বোনরা ব্যস্ত পূজোর ক্ষণে।
ধান দূর্বা ফুল দিয়ে মাথে
তিলক আঁকে চন্দন সাথে।
মঙ্গল দীপে আশিস করে
পায়েস মিষ্টি থালায় ভরে।
রাখির ডোরটি বাঁধে হাতে
ভায়েরা হয় খুশি তাতে।
বোনরা ভায়ের কল্যাণ তরে
ধান দূর্বা যে শিরে ধরে।
ভায়েরা সব শপথ রাখে
বিপদ এলে রুখবে তাকে ।
ভাইবোনের এই প্রীতির রেশে
দুঃখ বালাই কাছ না ঘেঁষে।
রাখি বন্ধন সর্ব ধর্মে
মান্যতা পায় সবার মর্মে।