রান্নার মাসি গিরিবালা দাসী
সুনাম খুব তাঁর,
যেখানেই যান সুখ্যাতি পান
তুলনা মেলা ভার।
নেতা- মন্ত্রীরা খেয়ে মশগুল
আম জনতা ছাড়,
বিরাম বিহীন গিরিবালা দাসী
ছুটছে বারে বার।
একদিন এক মজার কান্ড
কোন নেতার ঘরে,
গিরিবালার-ই রান্নাটা খেয়ে
অবাক খুশি ভরে।
আর্জিটা রাখে ওহে গিরিবালা
রেসিপি লিখে দাও,
দেখবে তখন সুনাম তোমার
যশটা কত পাও।
তারপরে হলো আজব ব্যাপার
রাঁধুনি সেফ হলো,
গিনিস বুকেতে সুনামের সাথে
নামটি ঝলো মলো।
নেতার নজরে গুণের কদরে
পরিচিতি যে পায়,
গিরিবালা আজ সেফ তকমাতে
দেশ বিদেশে যায়।