দুঃসহ নাকি দুর্বিষহ এই নশ্বর জীবন
নাকি প্রকৃতই দুর্বহ
এই নিয়ে ক্রমাগত দ্বিধা দ্বন্দ্ব অন্তবিহীন
এই নিয়ে যতটুকু ক্ষোভ, দুঃখ ও ক্রোধ
আমি তার সবটুকু অনায়াসে
এক ঢোকে গিলে ফেলি
আর সাথে সাথে আমি বোধিবৃক্ষ হই
এরকম যে কোন বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে করতে
কেউ কেউ হয়তো আমার দিকে নির্বাক দৃষ্টি রাখে
তবুও আমাকে আগের মতো কেউ চিনতে পারেনা
আমার কেন যেন মনে হলো
জন্মের আগেও যে অন্য জন্ম থাকে
কিম্বা মৃত্যুর পরেও যে আর এক জন্ম
এই জীবনও তার কিছুই চেনেনা জানেনা
তা জানেনা বলেই যত দ্বন্দ্ব দ্বিধা নিরন্তর
আর এই নিয়ে যত মান অভিমান বিরহ
আমি তার সবটাই
এক ঢোকে গিলে ফেলি
আর সাথে সাথে আমি বোধিবৃক্ষ হই
এরকম এক বিশেষ মুহূর্ত ঘিরে
দূর দিগন্তের অন্তরালে দু’চোখ রাখি
সন্ধ্যের আঁধার যেভাবে দিন হারিয়ে ফেলে
আমিও আমাকে ক্রমশঃ হারিয়ে ফেলি
তখন আমার দিকে কেউ আর ফিরেও তাকায় না
একটা মস্ত বড় রহস্য মনে বাসা বাঁধে রাতদিন ।