শোকের কবর দিতে দিতে বুক জমিন ফাঁকা নেই আর
দীর্ঘ রাতের ধারালো নখ ক্ষত বিক্ষত করে পূর্ণ অবয়ব
সূর্যের অস্ত ভেবে নুইয়ে যাই যেই
কবর নাড়া দিয়ে ওঠে -ঢের বাকি ঢের ঢের !
দূর আকাশে ঘ্রান নিয়েছি -অদৃশ্য শকুন
অথচ গাঢ় ঠোঁট পলিশে আর মাতাল কাজলে গণিকা যেন
হাসি তে ঢলে ঢলে বিরিয়ানি পরিবেশন !
অবাক হওয়ার তো কিছু নেই
আগুন -বরফ
ভীষণ রহস্যময়