ভুল ভাঙার পরেও আর একবার
একইভাবে মারীচ ভোলাও
জীবনের বিস্বাদ চেটে নাও
রহস্যের জোনাকি ব-দ্বীপ
ভগ্নাংশে নীড় পেতো পেঁয়াজ নগরী
পাঁচপেঁচি পলির সংলাপে
প্রথম চোখের দৃশ্যে চড়া পড়ে গেছে
হাঁচি কাশি সেরে গেলে পুরী কিংবা
পাটায়ার মশারি ভ্রমণ
ওঠো খাও কাজে যাও ফিরে এসো ঘুম
মধ্যমেধা মেঘ পান করে বৃষ্টির ইচ্ছে ভুলেছি
ব্যতিক্রমী রোদ এসে বসো
অরণ্যের নদী থেকে যে কাঠুরে
সোনার কুড়ুল পেয়েছিল আমি তার সন্ধানে আছি
গাছের সম্মতি পেলে পিপাসার পিঁড়ি পেতে দেবো