ফজলি আমে রস টসটস আর আছে সীতাভোগ
খাবার পেলেই জিভে আসে জল এ কোন মারন রোগ!
সর্ষে ইলিশ-তেল কৈ আর আছে ঐ দৈ কাতলা
কেউ যদি বল ভাল্লাগে না বলবো মারছো বাতলা।
রসমালাই-সরপুরিয়া-লালচে লম্বা চমচম
খান পাঁচ ছয় খেয়েও বলি খেলাম বড্ড কমকম!
চোখের খিদে সবচে বেশি তাইতো খাবারে ভক্তি
মৌরলা আর সরপুঁটি খেয়ে বাড়াই দৃষ্টিশক্তি।
পালং-বোগুন-ফুলকপি আর মিষ্টি মটরশুঁটি
খিচুড়ির পাতে পেলে বাঁধাকপি হাতে মুখে খুনসুটি।
ভোজন করে ভরা পেটে তাই গাইছি ভজন কষে
হাওয়া ভালো-খাওয়া ভালো-আছি ভাই রসে বশে।।