হঠাৎ করেই আসছে সমন প্রৌঢ়পাড়ার
কিন্তু বয়স বাড়ছে না যে শিউলিতলার !
এখনও যে ফুটছে সকাল মধ্যরাতে
তোমার জন্য দীঘির পাড়ে অপেক্ষাতে ।
এমন কি আর দেরি বলো বিচ্ছু দুপুর
বৃষ্টি সুরে বাজতে পারো ভৈঁরৌ নুপূর ।
শরীর কবে জানতে পারে মনের খবর ?
উড়ালপুলের নীচ ডিঙিয়ে ছুটছে শহর ।
নীচের মাটি বকমবকম জাপ্টে সবুজ
রসের শিকড় বুকের ভিতর নিত্য অবুঝ ।