টাপুর টুপুর ঝুমুর ঝুমুর
বৃষ্টি ঝরে রাতে,
গাছের শাখে সিক্ত সুখে
চাতক মাতে তাতে ।
বৃষ্টি ছোঁয়ায় সরস হলো
শুকনো জমি মাঠে,
চাষির বুকে স্বপ্ন জাগে
খুশির হাওয়া বাটে।
প্রকৃতি যে সজীব ছোঁয়ায়
অরূপ রূপে সাজে,
মেঘ বালিকা বাদল বীণে
ধরার বুকে রাজে।
বৃষ্টি ছন্দে সোঁদা গন্ধে
মেঘমল্লার তানে,
সৃজন সুখে হাসি মুখে
মাতন জাগে প্রাণে।
রবির ছন্দে হৃদ- আনন্দে
অতুল সৃজন দেখে,
মনানন্দে কবির কলম
বর্ষা- কথা লেখে।
নিদাঘ তাপে বৃষ্টি এলে
স্নিগ্ধ পরশ মনে,
ভাবুক কবি কাব্য রচে
রবির ছন্দ সনে।
ষড় ঋতুর পরিক্রমায়
গ্রীষ্ম বর্ষা আসে,
বিধির নীতি মেনে সবে
জীবন দোলায় ভাসে।