প্রথম প্রভাতে নয়ন আঘাতে
রবির কিরণ লাগে
ভেসে ভেসে আসে পাখির কুজন
আঁখি দুটি দেখি জাগে।
রবির ছটায় নব জাগরণে
ঝলঝল করে আলো
বিদায় বেলায় বসুন্ধরায়
নেমে আসে ঘন কালো।
প্রথম প্রভাতে নয়ন আঘাতে
রবির কিরণ লাগে
ভেসে ভেসে আসে পাখির কুজন
আঁখি দুটি দেখি জাগে।
রবির ছটায় নব জাগরণে
ঝলঝল করে আলো
বিদায় বেলায় বসুন্ধরায়
নেমে আসে ঘন কালো।