ব্যর্থ আশা উচাটন মন
লোভ সাগরে ইশারার ঢেউ
ক্লান্ত মানুষ চিৎকার করে
এ জগতে কি ভালো আছো কেউ!
মাতাল হাবল কানে কানে বলে
আরে এই কাঞ্চা, একটু রবিঠাকুর হোক!
নীল আকাশে পাপের ধোঁয়া
বলাকারা সব নিচ্ছে ঘুষ
কৃত্রিম মেঘে বন্যায় ভেসে
মানবকুলের ফেরেনা হুঁশ।
মাতাল হাবল তাকিয়ে বলে
আরে এ কাঞ্চা, একটু রবিঠাকুর হোক না কেনে!
গঙ্গা যমুনা বিষ উপচারে
মিথ্যে আজ সব পূন্য-পাপ
বুদ্ধিজীবীর লালসার চোখ
বন্ধ আজকে সততার ঝাঁপ।
মাতাল হাবল মৃদু হেসে বলে
আরে এ কাঞ্চা, একটু রবিঠাকুর হোক!
হিমবাহ সব গলছে বরফ
কাঁদছে বৃক্ষ সাগর আজ
বৈশাখ মাসে নিদাঘ কাটায়
রবি ঠাকুরের ফুলের সাজ।
পাগলু নেচেও হাবল বলে
আরে এ কাঞ্চা, একটু রবিঠাকুর হোক!
মরার মতো বাঁচছি সবাই
কারণ বারণ মানছি কই
পিষে দাও সব গরীব মানুষ
ওদের মেরেই বড়লোক হই!
পাগলা হাবল ছুটে এসে বলে
আরে এ কাঞ্চা, একটু তো রবিঠাকুর হোক।
জন্ম নিয়েই লাইনে দাঁড়াই
রেশন আধার আর কতো সব
শ্মশান সারিতে বন্ধুর দেহ
আর কতক্ষণ পুড়বে এ শব?
চুল্লির থেকে আর্ত হাবল
আরে এ কাঞ্চা, এবার তো একটু রবিঠাকুর হোক।।