পুবাকাশে উঠে রবি নিত্যদিন ভোরে,
রাগ রাঙা উষা হাসে নভ নীল দোরে।
পাখিদের কূজনেতে সুর ভাসে বায়,
রজনী পোহালো ভবে প্রাণ জাগে তায়।
নদী জলে ছোটো ঢেউ কুলুকুলু সুরে,
ছুটে চলে নিজ মনে এঁকে বেঁকে দূরে।
কুসুমে অলির প্রেম পরাগের তরে,
গুনগুন পাখ তানে ধায় ফুল পরে।
ধবল কাপাস মেঘ গগনের মাঝে,
নানা রূপে ক্ষণে ক্ষণে অপরূপ সাজে।
গিরি ভূমি প্রকৃতির মোহময় শোভা,
বসুধার আঙিনায় রাজে মনোলোভা।
মাঠ পরে কচি ধান বাতাসেতে দুলে,
দোয়েল শ্যামার দল খেলে শিস তুলে।
কিষাণ খুশিতে করে ফসল আবাদ,
নানা জাতি পাখি করে মিঠে সুর নাদ।
খেয়া নৌকা নিয়ে মাঝি করে পারাপার,
ভাটিয়ালি গান গেয়ে টেনে যায় দাঁড়
রাখালেরা ধেনু নিয়ে দূর মাঠ পানে,
চলে ধীরে সুর তুলে বাঁশরিতে গানে।