অফুরান এই রঙের ভাঁড়ারে কত রঙে ছবি ফোটে,
তোমার টিপের লাল রঙ নিয়ে ভোরের সূর্য ওঠে।
ব্যথা বিষে নীল অন্তর ভরা জীবনের যন্ত্রণা,
গোধূলির রঙে তবুও রাঙালো জীবনের মন্ত্রণা।
নানা রঙে রাঙা প্রজাপতি বসে রঙীন ফুলের পরে,
হতাশায় মরে ধূসর বিষাদে মনটা ওঠে যে ভরে।
লাজে হয়ে রাঙা দয়িতের কাঁধে ভরসায় রাখে মাথা,
উচ্ছ্বাস ভরে নানা রঙ নিয়ে মিলনের মালা গাঁথা।
প্রথম কদম ফুলের গন্ধে প্রেমের গন্ধ ঢাকে,
মিলনের রঙে রঙীন করে যে স্বপ্নের ছবি আঁকে।
রাগ অনুরাগ মান অভিমান ঈর্ষা দ্বেষের জ্বালা,
নানা রঙে ভরা মনের পাতায় গাঁথা মিলনের মালা।
সাতটি রঙের ছটায় আকাশে রামধনু উদ্ভাসে,
আকাশের বুকে জলকণা নিয়ে কালো কালো মেঘ ভাসে ।
কলমের মাঝে রঙ ভরে আছে তাই তো সারাক্ষণ ,
সপ্ত রঙের বিন্যাসে ভরে ব্যাকুল বিরহী মন।