রাজনীতিতে জানি না কবে প্রবেশিছে দুর্বৃত্তায়ন,
সাথে হালে যোগ হয়েছে কামিনী – কাঞ্চন!
কাঞ্চনের পরিমাণ যতোধিক,
কামিনীর সংখ্যা বুঝি ততোধিক!
সাথে কী নেই কারণবারি,
আমরা তাদেরকে নিয়েই পড়িমরি!
আমাদের যদি না হয় মান ও হুঁশ,
আমরা তবে হলাম কেমন মানুষ!
এই দল ভালো নাকি ঐ দল,
আমরা করে যাই কোন্দল!
মুখ-মুখোশে বিরোধী ও শাসক,
আসলে সবাই কমবেশি এক!
বিরোধী বেলায় মিষ্টি মিষ্টি সুবচন,
শাসকের গদিতে বসে করে কর্তন!