শাদা জ্যোৎস্নায় গ’লে যাওয়া হৃদয়
বসে আছে ছেঁড়া মাদুরে
রঙিন বাসরের স্ফুলিঙ্গ বুকে নিয়ে।
পায়ে আলতা, হাতে কাঁকন,
পিপাসায় শূন্য চিবুক ভ্রমরের পাশাপাশি
চুম্বনের প্রতীক্ষায়……
প্রজাপ্রতি অভিমান ভেঙে
উড়ে আসে শূন্যতার মাঝে ;
শীর্ণ শরীর জুড়ে কোন
ভালবাসা নেই।
কুমারী থেমে গেছে, রঙিন ঠোঁটের
তাপ ম্লান গবাক্ষের বুকে ;
তবু শরীরের বিপরীত ছায়াগুলো জ্বলছে…
তাই বুঝি হৃদয়ের শূন্য চিলেকোঠায়
আবার কারো রঙিন বাসর
গড়ার সাধ জাগে !