শুকনো পাতা ঝরার এ পথে
আমি হেঁটেছি বহুবার
বহুবার
প্রতিটা গাছের কাছে গিয়ে
তোমার কথা জিজ্ঞাসা করেছি
তারা উত্তর দিতে পারেনি
আমি হাঁটু গেরে বসে
মাথা নিচু করেছি মাটিতে
মাটি ভিজিয়ে জিজ্ঞাসা করেছি
তুমি জানো বন্ধু?
সে ও নিরুত্তর
এখানের বাতাসে একটা
পাগল করা মাতাল করা
গন্ধ থাকে
আমি ভালোবাসি
তবে
সেই গন্ধে
আমি তোমায় হাতড়ে বেড়ায়
পাখির সুর আমার
ধৈর্যের প্রদীপ উসকে দেয়
ঘুমন্ত গোলাপি স্মৃতির কানে
জাগরনের মন্ত্র ঢেলে দেয়
গাছের ফাঁক দিয়ে আসা
রোদ-কুচি
এ অসহ্য যন্ত্রণায়
উড়ে এসে বসে
একশ হাজার প্রজাপতি
এখন আমি
অপেক্ষার রঙ পড়তে শিখেছি
জানি এ পথের শেষে
তার দুটো চোখ আমার আশায়
ঝর্ণা হয়ে উঠবে
ঠোঁট হবে
আমার নিজস্ব চাঁদ
দুটো হাত
হয়ে উঠবে শান্তির ঘর