ধরনীর বুকে রঙে রঙ মেলাতে,
আসে বসন্ত,
সোনালী রঙের ধানে মিঠে রোদ্দুরে,
আলো রঙ ছড়ায় হেমন্ত।
নীল আকাশের বুকে,
সাদা মেঘ হাসে,রঙমেলান্তি হয়,
আসমানী আলোয় ভরে দিগন্ত।
মনে পড়ে,
সেই প্রথম দেখায়,
বসন্তের রঙে নানা রঙ মিলতো।
সৃষ্টি হতো কতো নতুন রঙ,
কোকিলের কুহু ডাকে,
মনে দোলা লাগতো।
তারপর,
ঋতু বদল হলে, হেমন্ত এলে,
উজ্জ্বল হলুদ রঙে রঙ খেলতো
মনে আনন্দের হিল্লোল উঠতো
হলুদে সোনলী রঙ মিশে
কমলা লেবু রাঙা ফুল ফুটতো
মনে মাধবী লতার ঝুমকা দুলতো।
আজও,
ঋতু বদলায়,
ক্ষণিকের প্রেম দোল খায়,
রঙিন বসন্ত আসে যায়,
বর্ষা নামে হেমন্ত আসলেও
রঙমেলান্তি আর হয় না।
দুজনে দেখা হয় কথা হয়
রঙে রঙে রঞ্জিত হয় না,
সমীরণ দোলা দেয় না,
রঙমেলান্তি হয় না।
পুরান গাঁথা নীল বালুচুরি শাড়িতে,
বৃষ্টি আজও স্বপ্ন দেখে,
আকাশে একদিন ঠিক রামধনু উঠবে।
সেদিন জিওনকাঠির ছোঁয়ায় রঙমেলান্তি হবে।