টালবাহানা আর মিথ্যা বলে
চতুরতার সাথে,
প্রহসনের রাজ্য চালাও
নিজের স্বার্থ খাতে।
রাজ্যে শুধু নৈরাজ্যের চাষ
হচ্ছে খুন ধর্ষণ নিতি,
বাঁচাও অপরাধী প্রকাশ্যে নিজে
দাও বরাভয় প্রীতি।
হাসপাতালেও খুন ধর্ষণ
তাও আবার ডাক্তারি পড়ুয়ার!
প্রমাণ লোপাট করতে গোপনে
করো গুন্ডাদের ব্যবহার।
অপরাধীকে বাঁচাতে মরিয়া
বিচারের নামে প্রহসন,
রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায়
যাচ্ছো চালিয়ে প্রশাসন।
কুকীর্তি যায়না ঢাকা
যতই আস্ফালন করো,
দোষীর মাথায় বসে নিজে
বাঁচানোর কৌশল ধরো।
পোশাক সাদা পরে দেখাও
সততার প্রতীক তুমি,
মুখে দুষ্কর্মের কালিমালিপ্ত
কলঙ্কিত রাজ্যের ভূমি।
প্রতিশ্রুতি তোমার মুখে
একদম শোভা পায়না,
রক্ষক যখন ভক্ষক হয়
রাজ্যে দাপায় হায়না।