নীলে যখন ডুবিয়ে দিই ডানা
রঙের নেশায়
কালো সমুদ্র
ফণা মেলে দাঁড়ায়
তুমি তখনো দুধে ভাতে
প্রদীপ হাতে তৈরী করছি
রণভূমি।
রক্ত পেড়িয়ে
সুখী গৃহকোন টানলে
ঝুল গুলো
টগবগে গোলাপ।
নীলে যখন ডুবিয়ে দিই ডানা
রঙের নেশায়
কালো সমুদ্র
ফণা মেলে দাঁড়ায়
তুমি তখনো দুধে ভাতে
প্রদীপ হাতে তৈরী করছি
রণভূমি।
রক্ত পেড়িয়ে
সুখী গৃহকোন টানলে
ঝুল গুলো
টগবগে গোলাপ।