শত শত শোক ঘিরে আছে চারিপাশ
হলাহল শুষে কন্ঠ হয়েছে নীল ,
তবু লিখে যাই প্রশ্বাসে মধুমাস
চনমনে প্রাণে আনন্দে অনাবিল ।
কবির মুকুট বয়ে চলা নয় সোজা
রক্তের নদী গোপনীয় অন্তরে ,
কন্টক যদি মনে হয় মৃত বোঝা
কবিতার সুখ ঝরে যাবে প্রান্তরে ।
দূরে ভীড়ে নীড়ে ভীত দুঃখের তাপে
পুড়ে যায় স্বাদু হৃদয়ের অঞ্চল ,
তারই অনুভবে প্রতিভার পরিমাপে
এঁকে চলি আশা , কখনো বা চঞ্চল !
গণ-বিষাদের খুনী আমি আততায়ী
অশরীরী ওমে ফোটাবো শব্দ- ফুল ,
প্রমাণিত হতে হবে নই উদ্বায়ী
তবেই হবো যে পাল তোলা মাস্তুল !