গভীর ভাবে একটা রাত পর্যবেক্ষণ করতে বসেছি
তুমিও কি ?
ভীষণ ঝিঁ ঝিঁ ডাকে নদীতে চঞ্চলতা
তুমুল অবসাদের জন্ম -রাত্রির সূচনা
উঁইয়ে কাটা পাতা গুলোতে মহলম কিম্বা আরো আশীর্বাদ- ধুলোর!
যখন খেলা গুটিয়ে নেওয়ার পালা –
একটা পুরস্কার মাত্র… রাতের শেষে
পুবের উৎসব !
ধুর খেলনা পাতি সব…
সে পর্যবেক্ষণ দীর্ঘ পরীক্ষা –
মৃত্যু কে কাছে ডেকে তার প্রেয়সী হতে হয়
আর ঠোঁটে ঠোঁট রেখে….
তুমি কি সুন্দর
আহা সুন্দর !
চোখ ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত চেটে পুটে সে প্রেমিক ফিরে যায়
সাক্ষী থাকে রক্ত জবা-অন্যদিনে !