মরুতীর্থের পথে ধাবমান পৃথিবী
চতুর্দিক হতে ছুটে আসছে নোনা বালুকারাশির ঝাপটা!
শ্যামলা পৃথিবীটা আজ হয়েছে তপ্ত-তামাটে-
পৃথিবীর বুকে বেঁচে নেই কোন জীবিত প্রাণ!
কালচে লাল ক্ষতের আল্পনায়
নিত্য শোণিত জোয়ার তুলছে
ক্ষুরধার মরুবালুকারাশির সোহাগ চুম্বন!
কালসিটে পড়া শুষ্ক ক্ষতের গভীরে রোজ ফুটে চলেছে
টকটকে লাল রক্তগোলাপ-
গন্তব্য আর কত দূর বল বিধাতা?
এবার সময় এসেছে-
পৃথিবীকে চুকাতে হবে সৌরজনমের ঋণভার
টুকরো টুকরো হয়ে ভাঙতে হবে মহাজাগতিক বিস্ফোরণে!
তারপর…
রক্তগোলাপের ছোট ছোট চারারা জন্ম নেবে
খসতে থাকা তারা,গ্রহাণুপুঞ্জ আর পঞ্চমী চাঁদের গর্ভে।।