জীবনের যাপিত পাতাজুড়ে
কেবল যোগ-বিয়োগের খেলা
কি পেলাম,কি পাইনি
কখনো ,সে হিসেব মেলাতে যাইনি
চৈতি হাওয়ার ঝাপট্ মনের রুদ্ধদুয়ারে
কড়া নাড়ে ওঠো, জাগো !
বেলাশেষের অনুষ্ঠানে যাবার আগে
সমাপিকা ক্রিয়ার কাজগুলো
গুছিয়ে নাও
আর,তখুনি,নিপাট দক্ষতার কারুকলায়
চেনামুখের সাজানো মেকাপ টা ধূলিসাৎ !
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সুষমামন্ডিত লাবন্যময়
ভালবাসার জলছবি
ধুয়ে মুছে কোরাকাগজ !
জীবনের পড়ন্ত বিকেলে
এই কি তাহলে , নারীর প্রাপ্য !
যে জ্যামিতিক সবগুলো নিয়ম মেনে
জীবনের জটিল রসায়নকেও
আপন ঔদার্য্যে সরলীকৃত
ভালবাসার আঙ্গিনায়
সমাধানের সূত্র খুঁজে গেছে
জীবনভর !
সেই নারী তবে কেন মর্যাদাহীন ?
অন্যায়ের জুলুম কেন?
কেন ছলনার চাদরে
আবৃত রাখা হলো তাকে ?
হিসেবের মাপজোখে নারী তো
চিরকাল একটু বেখেয়ালী
ভালবাসা-স্নেহ মমতা দায়িত্ব কর্তব্য
সবগুলো বিশেষ্য বিশেষন
আজ ধূলোয় গড়াগড়ি খাচ্ছে
সর্বনামের অসাধারণ কুশলী বর্বরতায়
অমানবিক আচরণে
নারীর চোখে আজ ভাঙ্গনের তান্ডব
নারীর বুকে আজ প্রতিবাদের সুনামী
ধূপের মতো নিজে নিত্য পোড়ে
সকলের ত’রে সুবাস বিলিয়ে যাওয়া
নারী তাই বিদ্রোহিনী অগ্নিকন্যা
চন্ডীরূপে করাল বদনী সে যে !
অন্যায়ের,অবিচারের ছলনার জালসাজ
বজ্রমুষ্ঠিতে তছনছ্ করে দেবার
মাহেন্দ্রক্ষণ সমাগত
জীবনের যে অংক মেলেনি কখনো
আজ সেই হিসেবের খাতাই
নারীর চোখের বহ্নিশিখায় ধূসর ছাঁই !
আজ ,নারী তার জীবনের সকল অংকের
সমাধানের সূত্র খুঁজে নিয়েছে তাই
যোগ বিয়োগের বর্ণমালায়