সকলেরই কিছু না কিছু বেদনার কথা থাকে
আনন্দেরও থাকে
সকলেরই কিছু না কিছু স্বপ্নের কথা থাকে
দুঃস্বপ্নেরও থাকে
কেউ তা মনে রাখে
কেউ তা জমিয়ে রাখে
কেউ তা পরকে বিলায়
যার শুধুই দুঃখ
যার মনটাই নিঃস্ব
সে সব কিছু ভুলে থাকে
কোন কিছুই তাকে ছুঁতে পারেনা
সে কিছুই আলাদা করতে পারেনা
চারপাশটাই তার অকুলপাথার
যে যেরকমের মানুষ
তার সেই রকমেই কাটে বেলা
চারপাশে ছড়িয়ে থাকে শুধু
তার প্রিয় অনুভব…
আর তার দু’চোখের অপার বিস্ময় ।