মাঝ রাস্তায় স্যান্ডেল যদি ছেঁড়ে
ছেঁড়া স্যান্ডেল হাতে তুলে নিও ভাই,
চলো একসাথে খালি পায়ে হেঁটে যাই
মাঝ রাস্তায় মিছিল থামে না প্রিয়।
রক্তের ঋণ শোধ কবে হবে ভাবি
বাবা মা র কথা বারবার মনে পড়ে
ভাই বোন গুলো কতো দিন অনাহারে
মন্বন্তর তুমি কখনো দেখোনি ভাই।
পৃথিবীতে নাকি খাদ্যের অভাব নাই
মানুষ ই সৃষ্টি করেছিল জানি কৃত্রিম সে অভাব,
কতো যে গরীব দুঃস্থরা মারা গেছে
রেশনে তখন পচা চাল গমই পাই।
গরীব মানুষ অখাদ্য আর পশুখাদ্যই খায়
কতো লোক জানো চলে গেছে কলেরায়
যারা বেঁচে গেছে কড়া জান বলা যায়
সে কথা ভাবলে আজও শিউরিয়ে উঠি।
বিপদ কখনো একলা আসে না ভাই
গরীবের ঘরে মারী ও মড়ক আসে
জোট বেঁধে তারা কোথাও তৈরী নাই
নেতার অভাব মিছিল ও হয় না তাই।
পার হয়ে গেছে সে সব দীর্ণ দিন
এখনো মানুষ বাঁচার লড়াই করে
আজও মনে হয় শৃঙ্খল ভেঙে যাবে
নতুন আশার আলো কি দেখতে পাই?