আর কত যুদ্ধ দেখবে এ পৃথিবী
রামায়ণ মহাভারতের যুদ্ধ সেই কবে
শেষ হয়ে গেছে,
বিশ্বযুদ্ধের পর্বও ত কম দেখেনি মানুষ,
এত যুদ্ধের পরেও কী পেয়েছি?
ভিয়েতনাম, ইরান ইরাক
সব যুদ্ধেই ত কবরের স্তূপে
জমা হয়েছে হাড়ের ‘পর শুধু হাড়।
বুভুক্ষু মানুষ আমৃত্যু ক্ষুধার সাথে
যুদ্ধ ক’রে ক’রে নিঃশেষ,
স্তিমিত প্রদীপের ন্যায় নিমীলিত আঁখি
এক দমকা হাওয়ায় নিভে যায়
ঘুমিয়ে পড়ে নীরব শান্তির ঠিকানায়।
পৃথিবী জন্মলগ্ন থেকে শুধু ধ্বংসের
যুদ্ধই দেখছে বারবার!
কিন্তু এমন ত হতে পারে
পৃথিবী জুড়ে আজ এক অন্য যুদ্ধ
শুধু শিক্ষা অভিযানের
কেউ আর অশিক্ষার অন্ধকারে থাকবে না
এক অন্য যুদ্ধ শুধু অনাহারের বিরুদ্ধে
পৃথিবীর একটি শিশুও আজ থেকে আর
অনাহারে মরবে না,
এক অন্য যুদ্ধ শুধু মানবতার জন্য
জীবনের সব হারানো মূল্যবোধের পুনর্জন্মের,
এক অন্য যুদ্ধ শুধু পৃথিবী আর
প্রকৃতিকে বাঁচানোর
আর শপথ নেওয়ার
হাতে হাত ধরে হেঁটে যাওয়ার
বিশ্ব শান্তি মিছিলে
আজ এক অন্য যুদ্ধ শুধু সৃষ্টির, ধ্বংসের নয়
যদি এমন হয় তাহলে কি
থামবে অশান্ত পৃথিবীর
যুদ্ধ ,যুদ্ধ এবং শুধু যুদ্ধ ?
দারুন।
Khub sundor.