সময়ের লেখা সংলাপ বলতে বলতে
শেষমেশ আমরা অভিন্ন চরিত্র হয়ে যাই
ভূমিকার হাতে থাকে ভিন্ন ভিন্ন সম্পর্ক পোষাক
পোষাক বদলে নিয়ে কখনও ভোরের চাঁদ
কখনও সকাল সুখী শিউলি শিশির
সূর্যের গনগনে যৌবন ক্ষেতে আমাদের যাবতীয়
চাওয়া না- পাওয়ার খতিয়ান পুঁতে শেষ দুপুরের
সীমান্ত দাগে এক যুধিষ্ঠির জন্মের অপেক্ষায় থাকি
গোধূলির মরা রোদে বিকেল বেঞ্চে বসে
যুদ্ধ ও শান্তির মাঠে
সোনামুখী স্মৃতি সূচ খুঁজি
যেভাবেই ভাবনার অনুবাদ হোক
ভার্জিন ভ্রুণ থেকে মহাভারতের
বিচিত্র ও বহুমুখী চরিত্রের ছায়া
হওয়া ছাড়া আমাদের কোনও বিকল্প নেই