যুক্তি তক্ক মানছে না কেউ ওরা সবাই ধান্ধাবাজ,
এ ওর ঘাড়ে চাপিয়ে পা আয়েশ করে করছে রাজ!
খাল কেটে কেউ আনছে কুমির নিজের বাড়ির দোরগোড়ায়,
কেউ বা নিয়ে খোল করতাল রাত দুপুরে বেহাগ গায়।
উল্টো নিয়ম চলছে এখন চোর ডাকাত সব এক জোট,
গায়ের জোরে নিচ্ছে কেড়ে গরিব লোকের সব ভোট!
মগজ ধোলাই খাচ্ছে চোলাই চাটছে ওরা নেতার পা,
যদি বা কেউ গায় বিপরীত উস্কে দিচ্ছে পুরনো ঘা।
নতুন ভাষা জন্ম নিয়ে যাচ্ছে তেড়ে এ ওর দিকে,
মানব জমিন রঙিন যাদের তারাই এখন হচ্ছে ফিকে!
যাদের ঘামে ভিজছে মাটি তারাই দূরে তারাই ব্রাত্য,
মুখোশ পরে ওরা এখন সমাজসেবায় ভরায় চিত্ত।
আমরা যারা এক দু আনি দুয়ার এঁটে তামসা দেখি,
ভাবটা এমন আমিই সাধু বাকি যারা সবাই মেকি!
দূর্বলতা কোথায় আছে সত্যি মোরা কোথায় ঊন,
বিশদ ভাবে জানে ওরা মৃত্যু বাণে পূর্ণ তূণ।
একবেলা খায় ঘুমায় পথে রোদে ঝড়ে প্রাণান্তকর,
শিক্ষা বেহাল স্বাস্থ্য বেদম আধেক লোকের নেইকো ঘর!
মগজ খানা বিক্রি মোদের চোখ দুটিও আধবোজা,
বলছি তবু কষ্টে থেকেও শিরদাঁড়াটা থাকুক সোজা।