বেথেলহেমে পঁচিশে ডিসেম্বর
জন্ম নেয় এক শিশু,
প্রেম প্রীতি ও সাম্যবাদের
পবিত্র চেতনার যিশু।
ভালোবাসা আলো আশার
মৌলিক মহৎ প্রাণ,
মেরি মায়ের বিস্ময় সন্তান
বিশ্ব মাঝে মহান।
সাম্যের বাণী প্রচার করেন
ধরায় নিত্য দিন ,
বিদগ্ধজনে জন্মদিনটি তাঁর
নাম রাখলেন বড়দিন।
ছোটো বড় সবাই দিনটিতে
আনন্দ হুল্লোড়ে মাতে,
কেক চকোলেট মিষ্টি কেবল
খায় যে দিনে রাতে।
তবে কেউ বড়দিন মানায়
বিলাসিতার সনে,
রঙিন পানীয়ে চুমুক দিয়ে
ব্যস্ত দিবস পালনে।
বড়দিন মানা হোক চাই
খ্রীস্টের রীতিতে,
সর্বহারা হাভাতের
সেবা ও দান রীতিতে।