নায়েব, গোমস্তা, বাঈজী, মাহুত, সহিস
তোশাখানা, রাতেক-দিন-করবার ডায়নামো
সব চাই, নইলে গ্রামে থাকাই বোকামো—
বোতলকে-বোতল করে দৈনিক হাবিস
আত্মারাম খাঁচা ছেড়ে দিতেই চম্পট
সে-গদিতে বসতে গেল যে তার ওয়ারিশ
কালের সিপাই এসে ঘাড় ধরে তুলি দিয়ে বলল : যা—হট্ !
উঠে আসছে শক, হুণ., কুষাণ, পহ্লবী
স্বপ্নাদ্য কলমে, হচ্ছে ছাপাই বাঁধাই
বই যা ভারী, বইতে পারে একমাত্র গাধাই —
কী মজা, লিখলেই সব হয়ে যাচিছে ছবি !
মগজে জবল শিফ্টে তৈরি করে প্লট
যেই না নেবার চেষ্টা লেখক পদবি
কালের সেপাই এসে ঘাড় ধরে তুলে দিয়ে বলল : যা—হট্ !
আমাদের মুক্তকচ্ছ রণছোড় বাবাজি
ভোটযুদ্ধং দেহি বলে আঁটেন মালকোঁচা
যাকেই তাকিয়ে মনে হয় খাঁদাবোঁচা
তাকেই আটকান জেলে | কারণ, সে গররাজি
মন্ত্র পড়তে গণতন্ত্রে ওঁ স্বাহা ফট্ —-
পাঁচসালা উৎরে দেবে সত্যি কি ভোজবাজি ?
কালের সেপাই বসে খেলা দেখে |
এবার বড়ের চালে কিস্তি পড়বে ?
নাকি হবে মন্ত্রীর পালট ||