অতঃপর বাস্তববাদী হই
পাহাড়ী ঝর্ণায় স্নান সেরে আসি একাই
তবুও বাতাসে ঘুরপাক খায় বনজ গন্ধ
ও পাতার মর্মর …
এ রকম একটা পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতর
ঢুকে পড়ে আমাদের জীবন যাপন
আর পাখি ও পাথরের হাসি- কান্না
ও জীবনের গল্প ও গান
কান পেতে শুনি
সবারই হাসি-কান্নার একটাই সুর
একটাই ভাষা,একটাই ছন্দ নদী মাতৃক
শুধু যেতে যেতে পথটাই মিশে যায়
অন্য আর একটি পথে
তবুও গন্তব্য থেমে থাকেনা কখনও
এসো,আমরা সব কিছু ভুলে গিয়ে
নিজেকে নিজেই দ্রুত অতিক্রম করি
ও জীবনের প্রকৃত কবিতার কাছাকাছি
পৌঁছে যাই সবাই
আর অক্ষরে অক্ষরে লিখে রাখি
প্রতিদিনের জীবন ও গুছিয়ে রাখি
প্রতিদিনের যাপন লিপির মৌন মুখর পাতা ।