খুব ভালো থেকো
মুখে হাসি রেখো
নিষ্প্রাণ ভুবনে।
আছে কত আশা
শুধু ভালোবাসা
শূন্যতা জীবনে।
বুক পেতে নিও
চিরন্তন প্রিয়
বাঁচাও স্বপনে।
কতই ভাবনা
মিথ্যার জাবনা
শহীদ স্মরণে।
বিদেহীর আত্মা
ছিল তো মহাত্মা
শব্দ সংকলনে ।
কপাল যে ফাটে
বেসাতির হাটে
শান্তি কি মরণে?
খুব ভালো থেকো
মুখে হাসি রেখো
নিষ্প্রাণ ভুবনে।
আছে কত আশা
শুধু ভালোবাসা
শূন্যতা জীবনে।
বুক পেতে নিও
চিরন্তন প্রিয়
বাঁচাও স্বপনে।
কতই ভাবনা
মিথ্যার জাবনা
শহীদ স্মরণে।
বিদেহীর আত্মা
ছিল তো মহাত্মা
শব্দ সংকলনে ।
কপাল যে ফাটে
বেসাতির হাটে
শান্তি কি মরণে?