মা বলে তার ছোট্টবেলা
চু – কিতকিত বিকেলবেলা ।
আড়াই প্যাঁচে গুলির লড়াই
হপ্তা কেটে আড় চোখে চাই ।
বিকেল হলেই আমার বেলা ,
কোচিং ক্লাস আর দাবা খেলা ,
ব্যাডমিন্টন , সাঁতার শেখা ,
আঁকার ক্লাস আর হাতের লেখা ।
ছুটির দিনে বেশ আদুরে ,
ঠাম্মা – দাদুর কোলটি জুড়ে ,
ভাবি কত করব মজা ,
ছুটি পাওয়া অতই সোজা !