যাও নয় , এসো বলো
হে অনন্ত চিল্কা উড়ান ,
যাওয়ার চুম্বক -দাঁড়ে ছিঁড়ে যেতে পারে
ফিনফিনে ফিরে ফিরে আসার উজান ।
তবুও কবরে ওড়ে
দূর্বার গালিচায় গালিবের নাজুক নিশান ।
স্মৃতির সাজানো খৈ ঘিরে আছে চারপাশ
ভুলে গেছো মূর্খ শ্মশান !
ছেড়ে যাওয়া সোজা নয় ,
সিন্ধু জলে ভেসে আছে
আছি আছি মেঘেদের বিবাগী বিমান ।